খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসকক্ষে অগ্নিসংযোগ

আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসকক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে দুর্বৃত্তদের দেয়া আগুনে এজলাস কক্ষে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার দুটি বেঞ্চ পুড়ে যায়।

পুলিশ জানায়, ভোরে মুসল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় আদালতকক্ষের ভেতরে আগুন ও ধোয়া দেখতে পায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আদালত চত্ত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে। এ ঘটনাকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, পাইকগাছা আদালতের এজলাসকক্ষে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। বাহির থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নাশকতার উদ্দেশ্যে স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করতে এটা করা হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, আদালতকক্ষে জানালার একটি কাঁচ আগে থেকে ভাঙ্গা ছিল। ওই ভাঙ্গা অংশ দিয়ে ভেতরে কোনভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। এটি একটি নাশকতার ঘটনা। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলছে পুলিশ।

আরো পড়ুন : গাজীপুরে ট্রেনে নাশকতার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত দাবি করছে রিজভী

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *