গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু ও মাটি চাপা পড়ে আব্দুল ওয়াহেদ (৩৪) নামের একজন ট্র্ক্টর হেলপার নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। আব্দুল ওয়াহেদ নিহত চন্ডিপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুুত্র।
স্থানীয়রা জানান, কাটাখালি নদীর চন্ডিপুুর এলাকার থেকে অবৈধভাবে বালুমাটি কেটে পরিহণের জন্য ট্রাক্টরে লোড দেয়ার সময় হঠাৎ ওপর থেকে মাটির চাপা তার ওপর থেকে ভেঙে পরলে ওয়াহেদ সেই বালুমাটির নীচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালুয়া হাটের একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। বালুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ি এবং নিহত আব্দুল ওয়াহেদের প্রতিবেশী মিলন মিয়া মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন বালু ও মাটি কাটার সময় আব্দুল ওয়াহেদ নামে এক শ্রমিমের মৃত্য হয়েছে।
ফারুক হোসেন, গাইবান্ধা।
আরো পড়ুন : পঞ্চম শ্রেণির ছাত্র শুভ’র সংসার চলে জুতা সেলাই করে