গাইবান্ধায় জাতীয় গণগ্রন্থাগার দিবস পালিত

জাতীয় প্রচ্ছদ শিল্প-সাহিত্য


গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় গণগ্রন্থাগার দিবস উপলক্ষে গাইবান্ধা সরকারি গণগ্রন্থাগার ও জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার লাইব্রেরী ভবনের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার ডিজিটাল গ্রন্থাগার’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান। জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রমান, নজরুল পাঠাগারের সভাপতি ফেরদৌসি জাহান সিদ্দিক, সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের জেলা সম্পাদক শামীম সরকার, তুলসীঘাট বিমল সরকার পাঠাগারের সহ-সভাপতি শাহ মো. আবু আউয়াল রিজু, পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের সভাপতি নাবিল আহমেদ প্রমুখ।

শেষে শ্রেষ্ঠ ৩ জন পাঠক ও পাঠাগার পরিচালনা পরিষদের ৩ জনকে পুরস্কৃত করা হয়।

ফারুক হোসেন, গাইবান্ধা।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *