গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: জ্বালানি তেল, সার ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সার্বজনিন রেশনিং ও ন্যায্যমূল্যের দোকা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা শাখা।

বুধবার (২২ মার্চ) বেলা ১২টায় শহরের ১নং রেল গেইট থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল গেইটে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন প্রমুখ। সভাপতিত্ব করেন বাম জোটের জেলা সমন্বয়ক ও বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী।

সমাবেশে বক্তরা বলেন, জ্বালানী তেল, গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। গ্রামে গঞ্জে মানুষের মধ্যে হাহাকার উঠেছে। তারা অবিলম্বে সার্বজনিন রেশনিং ব্যবস্থা চালুর দাবি করেন। সেই সাথে আগামী জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ তদারিকী সরকারের অধীনে নির্বাচনেরও দাবি করেন।

ফারুক হোসেন
গাইবান্ধা।

আরো পড়ুন : ভিউয়ার্স চয়েস বেস্ট টেলি অ্যাওয়ার্ড পেলেন সভ্যতার সিইও

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *