গাইবান্ধা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে অংশ নেওয়া ৩৪ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে প্রার্থীরা জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুল।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের সঙ্গে আজ থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এদিকে, গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জাকের পার্টির ৪ জন প্রার্থী ও কেন্দ্রীয়ভাবে প্রত্যাহার করে নেওয়া আওয়ামী লীগের দুই প্রার্থীর মনোনয়নপত্র। এখন ৫ আসনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী করবেন ৩৪ প্রার্থী।
ফারুক হোসেন, গাইবান্ধা।
আরো পড়ুন : গোবিন্দগঞ্জে নিখোঁজ একদিন পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার