গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ১১, রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের ৫ সদস্য নিহত

আন্তর্জাতিক জনদুর্ভোগ তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ হ্যালোআড্ডা

গাজা উপত্যকায় গত শনিবার থেকে ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার ১১ জন কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের পাঁচ সদস্যও নিহত হয়েছেন।

বুধবার সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।
ইউএনডব্লিউআরএ এক বিবৃতিতে বলেছে, ‌‌‘গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে ১১ জন ইউএনআরডব্লিউএ সহকর্মীকে হত্যা করা হয়েছে। আমরা খুবই দুঃখিত।’

নিহতরা ফিলিস্তিনি বা বিদেশি কর্মী কি না তা নির্দিষ্ট করা হয়নি বিবৃতিতে। তবে এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ইউএনআরডব্লিউএ স্কুলের পাঁচজন শিক্ষক, একজন গাইনোকোলজিস্ট, একজন প্রকৌশলী, একজন মনস্তাত্ত্বিক পরামর্শদাতা এবং তিনজন সহায়তা কর্মী রয়েছেন।

‘কিছু তাদের পরিবারের সাথে তাদের বাড়িতে নিহত হয়েছেন। ইউএনআরডব্লিউএ এই ক্ষতির জন্য শোক প্রকাশ করছে’, এতে বলা হয়।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) একটি পৃথক বিবৃতিতে বলেছে, তাদের পাঁচ সদস্য – চারজন গাজায় এবং একজন ইসরায়েলে নিহত হয়েছেন।

সূত্র : রয়টার্স

আরো পড়ুন : ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার নামাজের সময়সূচি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *