গাজার হাসপাতালে বোমায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক জনদুর্ভোগ জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি ধর্ম প্রচ্ছদ মুক্তমত স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি গাজার আল-আহলি আল-আরাবি হাসপাতালে বোমায় মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। খবর এনডিটিভির

ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক বার্তায় বলেন, ‘আমি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। আল-আহলি আল-আরাবি হাসপাতালে বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে আমি শোক জানিয়েছি। আমরা ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখব।’

মোদি এক্স হ্যান্ডলে আরও লিখেছেন, ‘ওই অঞ্চলে সন্ত্রাস, সন্ত্রাস ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা তুলে আমাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছি।’ ইসরায়েলে-ফিলিস্তিন ইস্যুতে ভারতে দীর্ঘদিনের অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন মোদি।

গত মঙ্গলবার রাতে হাসপাতালে ওই হামলায় ৪৭১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তারা এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। এ ঘটনায় আরব বিশ্ব ও বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।

আরো পড়ুন : সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ এখনও গড়ে ওঠেনি: ইসি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *