গাজীপুরে আগুনে পুড়ল অর্ধশতাধিক কলোনির ঘর-মালামাল

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ হ্যালোআড্ডা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে আগুনে পুড়ে গেছে এক কলোনির অর্ধশতাধিক ঘর ও মালামাল। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

শুক্রবার সন্ধ্যার পর মহানগরীর নলজানী গ্রামের বছির সড়কের অ্যাডভোকেট মারুফুল ইসলাম রুবেলের কলোনিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর টিনশেডের ওই কলোনির একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টা পর্যন্ত ডাম্পিঙয়ের কাজ করেন। আগুনে ওই কলোনির ৫২টি কক্ষ ও সব মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন : গাজার স্থল হামলায় ভয়ংকর বিপদ হতে পারে ইসরাইলের

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *