স্টাফ রিপোর্টার: গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করছে বিএনপি। ব্ধুবার বিকাল ৩টা ৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। কর্মসূচিতে অংশ নিতে দুপুর ২টা থেকে বিএনপির ও এর অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানারসহ মুখে কালো কাপড় বেঁধে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন। এসময় গুম হওয়া বিএনপির নেতাকর্মীদের সন্ধানের দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে কর্মসূচির প্রাঙ্গণ মুখরিত করেন তারা।
মানববন্ধনে গুম-হত্যা ক্রসফায়ার বন্ধ করাসহ বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড নিয়ে গুম হওয়া পরিবারের স্বজনেরা ও নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
এদিকে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে রাজধানীতে মায়ের ডাক এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মায়ের ডাক এর উদ্যোগে গুম হওয়া পরিবারের স্বজনেরা বিএনপির মানববন্ধনে অংশ নেন।
বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে রাজধানীর নয়াপল্টন ও এর আশ-পাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের দেখা গেছে।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিরুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক মীর সরাফত আলী সপু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ উপস্থিত আছেন।
আরো পড়ুন : বিএনপি নেতা জিকে গউছ পুরনো মামলায় দুই দিনের রিমান্ডে