গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পূস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে কর্মসূচীর শুভ সুচনা করা হয়। এরপর বিকেলে সংগঠনের কার্যালয়ে কেক কর্তন করা পর আলোচনা সভার আয়োজন করা হয়।এতে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু সফিয়ান মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, সহ-সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, যুগ্ম সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু,সাবেক সহ সভাপতি শরিফুল ইসলাম রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, জেলা আওয়ামীলীগ নেতা ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পদক মাসুদ, যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম প্রমুখ। এর আগে একটি বনাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ফারুক হোসেন
গাইবান্ধা।