গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি করে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা পাচারের সাথে জড়িত ৫ নারী সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-রংপুুর মহাসড়কের কামারদহ ইউনিয়নের কবচর নামক স্থানে গোবিন্দগঞ্জ থানা পুলিশের এস আই সুুজন কবির ও এস আই প্রলয় বর্র্মা সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। এসময় বগুড়াগামী হেনা পরিবহনে তল্লাশি করে বিশেষ কায়দায় নিয়ে পাচারের সময় সাড়ে ৭কেজি গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড় বিল ইউনিয়নের উত্তর পানা পুকুর (ঘিরিয়ার পাড়) গ্রামের মোঃ উজ্জল মিয়ার স্ত্রী মোছাঃ নিলুফা বেগম (২০), চান্দার টেক গ্রামের মোঃ ইমন মিয়ার স্ত্রী মোছাঃ মনি বেগম (৩০), ঢাকা মেট্রোপলিটন এলাকার পল্লবী থানার মোঃ বকুল মিয়ার স্ত্রী মোছাঃ সাফিয়া বেগম (৪৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউপি’র, ফুলতলা গ্রামের মোঃ শাকিলের স্ত্রী মোছাঃ জোসনা খাতুন (৩৫), ঢাকার আশুলিয়ার পবনার টেক ক্লাব এলাকার মৃত হাসিবুল ইসলাম স্ত্রী মোছাঃ শাহানাজ বানু (৩৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলতলা গ্রামের মোঃ দুলাল মিয়ার পুত্র মোঃ অমেদ আলী (৪০)।
গোবি›দ্গঞ্জ থানার অফিসার ইনচার্র্জ শামসুল আলম শাহ জানান নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গাঁজা সহ পাচারের সাথে জড়িত নারী সহ ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্র্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ফারুক হোসেন
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।