গোবিন্দগঞ্জ জাতীয় শোক দিবসে নাটক ‌’মাকড়সাঁ’ মঞ্চস্থ ও পুরষ্কার বিতরণ ও

জাতীয় প্রচ্ছদ বিনোদন মঞ্চ শিল্প-সাহিত্য হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও জাতীয় শোক দিবসের বিশেষ নাটক ‘মাকড়সাঁ’ মঞ্চস্থ হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় হলরুমে উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা শিল্পকলা একাডেমির এর প্রথম প্রযোজনায় তাহমীদ চৌধুরী নির্দেশিত ও শাহীন রহমানের রচনা মঞ্চ নাটক মাকড়সাঁ মঞ্চস্থ হয়। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৩০ জনের মাঝে পুরষ্কার বিতরণ করেন ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এম আব্দুল্যা বিন শফিক, থানার অফিসার ইনচার্জ শামছুল আলম শাহ্, ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশেনর সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ এ এম আলতা মাসুল ইসলাম প্রধান শিল্পী, এমপি’র সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্যা আল হাসান চৌধুরী লিটন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল হক সুমন, এমপির পি.এ খায়রুল আলম, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক নুরন্নবী সরকার নান্নু প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফিরোজ খানুনের সঞ্চালনা ও উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মৃধার প্রযোজনা তত্ত্বাবধানে মাকড়সাঁ মঞ্চ নাটকের আবহ সঙ্গীত পরিচালনা করেন তনুরায়। অন্যান্যদের মধ্যে তালযন্ত্রে রনাথা দাস, কারিগরি সহযোগিতায় সুমন কুমার দাস সনাত, কোরিওগ্রাফার রাশিদ তাকী রাশু এবং মঞ্চ কুশিলবদের মধ্যে ছিলেন আবুল কালাম আজাদ, গোপাল মহন্ত, ফিরোজ খাঁ নুন, রাশিদ তাকী রাশু, মিলন, শাকিল, শ্রাবণ, রকসি, রিমন, সাঈদ, খালেক, তামিম, মুনান, মানিক, বিজয়, হোসেন, সাগর, কাজী মাহমুদ।

আরো পড়ুন : বিনম্র শ্রদ্ধা, শোক ও ভালোবাসায় জাতির পিতাকে স্মরণ করল জাতি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *