রহনপুর পিএম আইডিয়াল কলেজের সীমানা প্রাচীরের উদ্বোধন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পিএম আইডিয়াল কলেজের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ চত্বরে এই কাজের উদ্বোধন করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন মতি। এই সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম চৌধুরীসহ অন্যরা । উল্লেখ্য রহনপুর পৌরসভার অর্থায়নে সীমানা প্রাচীরটি নির্মাণ করছেন কলেজ কর্তৃপক্ষ।
গোমস্তাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই প্রতিযোগিতার আয়োজন করে রহনপুর পিএম আইডিয়াল কলেজ। প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন শাখার শিক্ষার্থীরা অংশ নেন। পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর। প্রধান অতিথির বক্তব্য দেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমান ও বাংলা বিভাগের প্রভাষক সাদিকুল ইসলাম । এ সময় কলেজ পরিচালনা পরিষদের সদস্য,অন্যান্য শিক্ষক ও কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
গোমস্তাপুরে আগুনে পুড়ে ভষ্মিভূত দুটি বসতবাড়ি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি বসতবাড়ি পুড়ে গেছে। এছাড়া আগুনে দুটি ছাগল ও লক্ষাধিক টাকাসহ অন্য জিনিষপত্র ভষ্মিভূত হয়েছে। বুধবার রাত পৌনে আটটার দিকে উপজেলার গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের আরিফুলের বসতবাড়ি আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে প্রতিবেশী আরশাদের বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। এলাকাবাসি আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব কর্মকর্তা আকবর আলী জানান, ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুণ নেভানো হয়। নিভানোর আগেই দুটি বসতবাড়ির আসবাবপত্র,টাকাসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে । এছাড়া দুটি ছাগলের প্রাণহানীর ঘটনা ঘটেছে। তবে ক্ষতির পরিমান ২লক্ষাধিক উপরে বলে তিনি জানান।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, ঘটনাটি আমি অবগত হয়েছি। গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খোঁজ নিতে বলা হয়। পরবর্তীতে তাঁদের সহায়তা করা হবে।