গোমস্তাপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তি উন্নতি প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এতে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলি, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাস, তথ্য আপা কর্মকর্তা তাকদিরা খাতুন, বোয়ালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অলিউল ইসলাম ডালিম, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইসমত আরা মুন্নি,তোজাম্মেল হোসেন একাডেমির ছাত্র আকাশ।
আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ দিবস অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া গোমস্তাপুর উপজেলার একটি এ্যাপস উদ্বোধন করা হয়।
গোমস্তাপুর ভারতীয় কচ্ছপের হার উদ্ধার
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁড়ালডাঙ্গা সীমান্তে ৯৪ কেজি ভারতীয় কচ্ছের প্রক্রিয়াজাতকরণ হার উদ্ধার করেছে বিজিবি।
গতকাল সোমবার ভোররাতে ওই সীমান্তের বউপাড়া গ্রামের আকারী মোড় এলাকা থেকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ৪১ লাখ টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁড়ালডাঙ্গা বিওপির হাবিলদার নাসিরউদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাংলাদেশী অভ্যন্তরে ২১৮/৩ এস পিলারে দেড় কিলোমিটার দূরে আকারী মোড় স্থানে অভিযান চালান। ওই সময় ৯৪ কেজি ভারতীয় কচ্ছপের প্রক্রিয়াজাতকরণের হার জব্দ করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, উদ্ধারকৃত ভারতীয় কচ্ছপের প্রক্রিয়াজাতকরণের হারগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
গোমস্তাপুরে আশ্রয়ণ প্রকল্পে উপহারভোগীসহ ১৫০ জন পাচ্ছেন বিনামূল্যে সবজি বীজ
গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : গোমস্তাপুরে আশ্রয়ন প্রকল্পের উপহারভোগীদের মধ্যে কৃষি প্রণোদনার সবজি বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর আশ্রয় প্রকল্পে এগুলো বিতরণ করা হয়। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। বক্তব্য দেন, উপজেলা প্রনিসম্পদ কর্মকর্তা কাওসার আলি, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপ- সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপকারভোগি ফিরোজ আলি, মারুফা খাতুন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত উপকারভোগী পরিবারের মধ্যে পারিবারিক পুষ্টি নিশ্চিতের শীতকালীন সবজি আবাদ বৃদ্ধির লক্ষ্যে সবজি বীজ, বেগুন টমোটো, লালশাক ও পালন শাক বিতরন করা হয়েছে। বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর আশ্রয় প্রকল্পের ১১৬ জন উপহারভোগীসহ মোট ১৫০ জনকে এই সবজির চারা তুলে দেওয়া হয়েছে।
আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ)
আরো পড়ুন : বিরামপুরে বর্গা নেওয়া জমিতে মিলল কৃষকের মাথা থেঁতলানো মরদেহ