গোমস্তাপুরের যত খবর

জাতীয় প্রচ্ছদ রাজনীতি শিক্ষা স্বাস্থ্য কথা

গোমস্তাপুরে আগুনে পুড়েছে দুটি ঘর, এক উদ্ধারকর্মী আহত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের অজগরা গ্রামের বাসিন্দা তরিকুল ইসলামের বাড়িতে আগুন লেগে দুটি ঘরসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আটটার দিকে এ আগুনের সূতপাতের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নিভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ করেন। এছাড়া আগুন নিভাতে এসে প্রতিবেশী সাদেরুল ইসলাম (৪৫) নামে এক উদ্ধারকর্মী আহত হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা।\

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন অজগরা গ্রামের বাসিন্দা মারফত আলীর ছেলে তরিকুল ইসলাম বাড়িতে রাত আটটার দিকে কোন কিছু বোঝার আগে বাড়িতে আগুন লেগে যায়। পরিবারের লোকজন ওই সময় আগুন বলে চিৎকার দেন। তাঁদের চিৎকারের প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা আগুন নেভাতে ব্যর্থ হলে উপজেলা ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এদিকে আগুন নিভাতে এসে একই গ্রামের আবুল হোসেনের ছেলে উদ্ধারকর্মী সাদেরুল ইসলাম আহত হন।

উপজেলা ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মকর্তা রেজাউল করিম বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা তরিকুল ইসলামের বাড়িতে এসে আগুণ নিয়ন্ত্রণ করেন। আগুনে তাঁর বাড়ির দুটি ঘরের আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনলক্ষ টাকা ক্ষতি হয়েছে। এছাড়া সাত লাখ টাকার জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। এছাড়া বিদ্যুতের সর্টসার্কিট থেকে এ আগুনে সূত্রপাত বলে তাঁরা ধারণা করছেন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমাস আলী সরকার বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে তা ফায়ার সার্ভিস কর্মীরা বলতে পারবে।

আতিকুল ইসলাম আজম

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে ফ্রী ব্লাড গ্রুপিং নির্ণয়

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু শিক্ষার্থীদের মধ্যে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু করেছে অনলাইন ভিত্তিক গ্রুপ ‘আমরা ৯৩ এসএসসি ব্যাচ’ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। গতকাল শনিবার উপজেলার আলিনগর ইউনিয়নের মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই ব্লাড গ্রুপিং করা হয়। বিদ্যালয়ের প্রায় ১২০ ছাত্র-ছাত্রী ব্লাডগ্রুপ নির্ণয় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা ইয়াসমিন আক্তার বানু, সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্নয়কারী মেসবাহুল হক মেসবা, বিভাগীয় সমন্বয়কারী কহিনুর আকবর ও তৌহিদুল ইসলাম। অন্য সদস্যদের মধ্যে আফরোজ জামান বাবলু, জিয়াউর রহমান মুরাদ, জাফর আলী টুটুলসহ ৯৩ বন্ধু জাকির হোসেন, মসিউর রহমান, জুয়েল, আজিজুর রহমান, আনোয়ার হোসেন,শাহিন ইসলাম টিটো প্রমুখ। গ্রুপটির সদস্যরা জানান, তাঁদের এ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আল-মামুন বিশ্বাস

আরো পড়ুন : শাখাহারে বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *