গোমস্তাপুরে জেল হত্যা দিবস পালিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপি নানা কর্মনূচী পালন৷ করে উপজেলা আওয়ামীলীগ। কর্মসূচীর মধ্যে ছিল সকালে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান, বিকেলে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এতে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ. সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম সোনার্দী, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল ও সাধারণ সম্পাদক তাসরিফ প্রমুখ। সভা শেষে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
রহনপুরে জেল হত্যা দিবসের আলোচনা সভা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জেল হত্যা দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নুনগোলা বাসস্ট্যান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের সভাপতি আশরাফুল হক চুটু । প্রধান অতিথির বক্তব্য দেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। অন্যদের মধ্যে বক্তব্য দেন রহনপুর পৌরসভার প্যানেল মেয়র জাহানারা পারভিন, বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ চৌধুরী ও আব্দুল কাদের, ওই ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম মুন্না, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক ও সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদসহ অনেকে।
আলোচনা শেষে চারনেতার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
আতিকুল ইসলাম আজম
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
আরো পড়ুন : গাইবান্ধার যত খবর