গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা প্রতিরোধ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ নিরোধ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে চৌডালা ইউনিয়ন পরিষদের চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। চৌডালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস,চৌডালা জহুর আহমেদ মিঞা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামানসহ স্থানীয় বাসিন্দারা। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। বাল্যবিবাহ যখন হয়, তখন তা একটি পরিবার থেকেই হয়। তাই বাল্যবিবাহ নিজেদের পরিবারেই প্রথম রোধ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল প্রকার সামাজিক বাধাসমূহ রোধ করা সম্ভব। তাই আঠারো বছরের নিজে কোন মেয়ে কে বিয়ে দিবেন না। মাদকদ্রব্য বিষয় তাঁরা বলেন এ দেশের যুবসমাজের বড় একটা অংশ মাদকাসক্ত। এর ফলে জনশক্তি ক্রমেই দুর্বল ও নির্জীব হয়ে পড়ছে। ফলে তাদের মেধা ভালো কোনো কাজে আসছে না। এর সঙ্গে অবনতি ঘটছে মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্পর্কের। এর বিরূপ প্রভাব পড়ছে গোটা সমাজ ও রাষ্ট্রে। বিপথগামী তরুণসমাজকে সুস্থ পথে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদেরই। এর প্রতিকারে সরকারের পাশাপাশি সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। এছাড়া করোনা প্রতিরোধে ইউনিয়নবাসী সচেতন থাকার আহবান জানানসহ এখনো করোনা টিকা দেননি তাঁদেরকে দ্রুত টিকা কেন্দ্রে এসে টিকা দেওয়া আহবান জানানো হয়।
আতিকুল ইসলাম আজম
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
আরো পড়ুন : মান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩