গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি দিয়েছে গোমস্তাপুর উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার এগারোটায় উপজেলা সভাকক্ষে এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। অন্যদের মধ্যে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। আলোচনা শেষে প্রাথমিক পর্যায়ের ৮০ জনকে দুই হাজার ৪’শ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫০ জন ছয় হাজার টকা ও কলেজে পর্যায়ে ২০জনকে নয় হাজার ৬’শ টাকা করে উপবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
আতিকুল ইসলাম আজম
আরো পড়ুন : সাফ অনুর্ধ ২০ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা দিল চ্যানেল আই