গোমস্তাপুরে নানা কর্মসূচীতে বর্ষবরণ উদযাপিত

ইতিহাস-ঐতিহ্য জাতীয় প্রচ্ছদ বিনোদন লাইফ স্টাইল হ্যালোআড্ডা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: নানা কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্ষবরণ-১৪৩০ খ্রি. উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলশোভা বের করা হয়। শুক্রবার সকালে মঙ্গলশোভা যাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলশোভাযাত্রা ও আলোচনাসভায় চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য মু.জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা অংশ নেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও নাটক প্রদর্শিত হয়েছে। এছাড়া সুবিধা সময়ে হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের বাঙ্গালি খাবার ও ইফতারের আয়োজন করা হয়।

আতিকুল ইসলাম আজম

আরো পড়ুন : নওগাঁর রাণীনগরে ২০কোটি টাকার কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *