গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাঁচ বীরাঙ্গনা পেলেন বীরনিবাস। প্রধানমন্ত্রী শেখহাসিনা গনভবন থেকে ভার্চ্যুয়ালী সারাদেশে যুক্ত হয়ে অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্প ‘বীরনিবাস’ উদ্বোধন করেন। এই প্রকল্পের প্রথম ধাপে নির্মিত পাকা বাড়ি পেয়েছেন গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাঁচজন বীরাঙ্গনা। এরা হলেন নরশিয়া গ্রামের বীরাঙ্গনা বেনু বেগম,রহিমা বেগম,চাম্পা খাতুন, রাবিয়া বেগম ও সাহাপুর গ্রামের আরবী বেগম। গতকাল বুধবার বেলা দশটা থেকে উপজেলা সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি দেখার ও আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা,গণমাধ্যম কর্মী ও উপকারভোগী বীরাঙ্গনারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিটি বীরনিবাস বাড়িতে ১৪ লাখ ১০ হাজার ৩৭৫ টাকা ব্যয়ে এই বাড়ি নির্মাণ করা হয়েছে ।
আতিকুল ইসলাম আজম