গোমস্তাপুরে সমতলে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সমস্যা সমাধানে সংলাপ

জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি ধর্ম প্রচ্ছদ মুক্তমত লাইফ স্টাইল শিল্প-সাহিত্য হ্যালোআড্ডা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সমতলে ক্ষুদ্র-নৃগোষ্ঠী এলাকার বিবিধ সমস্যা সমাধানে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রহনপুর ইউনিয়ের চাদপুর গ্রামে এ সংলাপ অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় এই সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। রেডিও মহানন্দার টেকনিকাল অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা আব্দুল আহাদ, ওই এলাকার মোড়ল রঞ্জিত।

সংলাপে উপস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষ তাদের বিভিন্ন সমস্যা কথা তুলেন। তার মধ্যে শ্মশান, পুকুর, রাস্তা, ড্রেন, মন্দির ভিক্তিক শিক্ষা, তথ্য জানার অধিকারসহ বিভিন্ন প্রশ্ন করেন তারা। পরে প্রধান অতিথি নিশাত আনজুম অনন্যা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধানের আশ্বাস দেন।

উল্লখ্য Promoting The Voice of Plain-land Ethnic Minorities In Civic Space Though Community media শীর্ষক প্রকল্পের আওতায় সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ক্ষমতায়ন, তাদের জীবন জীবিকা বৃদ্ধি, সংস্কৃতি সংরক্ষণ ও কমিউনিটি মিডিয়ার সঙ্গে অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের উদ্দেশ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আতিকুল ইসলাম আজম

আরো পড়ুন : উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ-চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *