গোমস্তাপুরে সুবর্ণজয়ন্তী মেলায় বীরমুক্তিযোদ্ধাদের সমাবেশ ও আলোচনাসভা

জাতীয় প্রচ্ছদ মুক্তিযুদ্ধ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় বীরমুক্তিযোদ্ধাদের সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা চত্বরে এই আয়োজন করা হয়। এরআগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রালয়ের ৫টি গাড়ী নিয়ে গোমস্তাপুর উপজেলা পৌঁছায়। সেখানে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন তাঁদের স্বাগত জানান এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । পরে উপজেলা চত্বরস্থ মেলায় বীরমুক্তিযোদ্ধাদের সমাবেশ ও আলোচনাসভায় অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। আলোচনার শুরুতে দোআ ও বীরমুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

#

আতিকুল ইসলাম আজম

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *