গোমস্তাপুরে সড়ক র্দুঘটনায় আহত ৩

জাতীয় পুরুষ প্রচ্ছদ শিশু অধিকার শিশু/কিশোর

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কে পথচারী শিশুকে রক্ষা করতে গিয়ে তিনজন গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার সকালে নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী শিবগঞ্জ উপজেলার আরগরাহাট লাকরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে গোলাম মোস্তফা মোবারক (৪৩) ও গোমস্তাপুর উপজেলার দোখলাডাঙ্গা গ্রামের নিজামউদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৩৫)সহ পথচারী শিশু গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর গ্রামের শাহিন (৮)। এদের মধ্যে মোটরসাইকেল আরোহী মোবারক ও শিশু শাহীনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়েছে।
আহত ইসমাইল হোসেন বলেন, তিনিসহ মোবারক সকাল বেলা মোটরসাইকেল করে সাপাহার উপজেলার এক আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথে ওই সড়কের নজরপুর এলাকায় পথচারী শাহীন রাস্তা পার হওয়ার সময় এ দূর্ঘনা ঘটে।

গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার ফরিদউদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তিনজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী মোবারক ও শিশু শাহীনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেন চিকিৎসকরা।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ ঘটনায় বিষয়ে জানেন না বলে তিনি জানান।

আতকিুল ইসলাম আজম

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

আরো পড়ুন : গোমস্তাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *