গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৯ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা,রহনপুর পৌর ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ পৃথক কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোকর্যালি, আলোচনাসভা।
বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যাদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোমিন বিশ্বাস, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস, রহনপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা আনোয়ারুল ইসলামসহ অন্যরা । আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ নানা কর্মসূচী পালন করে। সকাল আটটায় দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে মাল্যদান, শোকর্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় থেকে শোকর্যালিটি বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য দেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাদেরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন সাপাটু, আব্দুল মান্নান, আব্দুস সাত্তার আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম মিন্টু প্রমূখ ।
আতিকুল ইসলাম আজম
আরো পড়ুন : কাউকে যেতে দেওয়া হচ্ছে না রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে