গ্রেপ্তার হলেন গণঅধিকারের নেতা মশিউর

আইন-আদালত তথ্য-প্রযুক্তি পুরুষ পুরুষ অধিকার প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ। তাকে এখন ডিবি হেফাজতে রাখা হয়েছে। ডিবি বলছে, মশিউরের বিরুদ্ধে একাধিক পুরনো মামলা রয়েছে। পুরনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তার পরিবারের দাবি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ভিডিও করার অভিযোগে তাকে ডিবি তুলে নিয়ে গেছে।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আমরা বর্তমানে রাজনীতিতে সক্রিয় রয়েছি। আমাদের তরুণ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক একটিভ। তাদের ভিডিও সাধারণ মানুষ দেখেন এবং পছন্দ করেন। যেটা সরকারের জন্য ভীতির কারণ বলে মনে হয়। আমাদের নেতাকর্মী থেকে শুরু করে প্রত্যেককেই ম্যাসেজ পাঠিয়ে বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান করা হচ্ছে।

বলা হয়েছে আমাদেরকে ছাড় দেয়া হবে না। সাঈদীকে ইস্যু করে তারই অংশ হিসেবে মশিউরসহ আমাদের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে।
এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রাজিব আল মাসুদ বলেন, গণঅধিকার পরিষদের সাবেক সদস্য মশিউরের বিরুদ্ধে একাধিক পুরনো মামলা রয়েছে। সাঈদীকে নিয়ে লাইভ ভিডিও সম্প্রচার করায় তার বিরুদ্ধে এ সংক্রান্ত নতুন কোনো মামলা নেই। পুরনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরো পড়ুন : জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রূপকার ছিলেন বঙ্গবন্ধু

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *