শাহ্ আলম শাহী, নিজস্ব প্রতিবেদক,দিনাজপুর থেকে: ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে পিংকি স্পেশাল নামে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ, বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-দিঘীরতা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল।
যাত্রীদের অভিযোগ, ঘন কুয়াশার পরও দুর্ঘটনার সময় বাসটি চালকেরসহকারী (হেলপার) চালাচ্ছিলেন।তিনি গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার পাশে জমিতে নামিয়ে দেয়। এতে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায়। এসময় আহত হয় অন্তত ১২ যাত্রী। আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ, বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাড়িতে থাকা শিরিন আক্তার নামে এক যাত্রী জানান, ভোর রাতে হোটেলে খাওয়া-দাওয়ার পর গাড়ির চালক তার হেলপারকে গাড়ি চালাতে দেয়। তারা সকলেই সম্ভবত নেশা করে গাড়িতে উঠেছিল। ভোরবেলা সড়ক ছিলো ঘন কুয়াশায় আছন্ন। দূর্ঘটনার আগেও হেলপার আরো এক জায়গায় গাড়ি রাস্তার পাশে নামিয়ে দিতে ধরেছিল। তবে কষে ব্রেক মারায় তখনও গাড়ির ভেতরে বেশ কয়েকজন যাত্রী উল্টে পড়ে গিয়েছিল। অল্পের জন্য আমরা বেঁচে গেছি।
স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ সরকার জানিয়েছেন, শুক্রবার রাতে নিউ পিংকি স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসটি মহাখালী থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশে রওনা হয়। পথে শনিবার সকালে উপজেলার দিঘীরত্না এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যারা আহত হয়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
শাহ্ আলম শাহী
দিনাজপুর।
আরো পড়ুন : চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন