চব্বিশে জেগেছে ছাত্রসমাজ সফল হবে না ফ্যাসিবাদের ষড়যন্ত্র : ছাত্রশিবির

জনপ্রতিনিধি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি শিক্ষা হ্যালোআড্ডা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ বলেন, ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্র আর সফল হবেন না, কারণ চব্বিশে জেগেছে ছাত্রসমাজ। বুধবার জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লার পূবালী চত্ত্বরে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা হুংকার দিচ্ছে। আমরা বলে দিতে চাই, আপনারা কাপুরুষের দল। আপনারা ছাত্রলীগ দিয়ে ও পেটোয়া পুলিশ দিয়ে আমাদের দমন করতে চেয়েছিলেন। রাষ্ট্রযন্ত্রের সব শক্তি দিয়ে আমাদের দমন করার চেষ্টা করেছিলেন।

সিবগাতুল্লাহ বলেন, সেদিন আমরা ছাত্রসমাজ বলে দিয়েছিলাম, কোনো ফ্যাসিবাদকে এই বাংলার মাটিতে আমরা টিকতে দিব না।

তিনি বলেন, যারা তাদের পূনর্বাসন করবেন তাদের বলে দিতে চাই, আমাদের রক্ত এখনও শুকায়নি, আমাদের শহীদ ভাইদের চেতনা আমরা ধারন করি। আপনাদের উচিত শিক্ষা দিতে ছাত্রশিবির রাজপথে শক্তিশালী অবস্থান নেবে। বাংলাদেশের মানুষের যখন মুক্তি অনিশ্চিত ছিল, তখনই ইসলামী ছাত্রশিবির ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে জনতার মুক্তি নিশ্চিত করেছিল। দেশকে আবার অস্থিতিশীল করতে তারা অপচেষ্টা করছে।

এর আগে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। নগরীর টমছমব্রিজ থেকে শুরু হয়ে মিছিলটি কান্দিরপাড় গিয়ে শেষ হয়। পরে কান্দিরপাড় পূবালী চত্ত্বরে সমাবেশে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার দাবি করেন।

ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মো. সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী। সমাবেশে সঞ্চালনা করেন ছাত্রশিবির কুমিল্লা মহানগর সেক্রেটারি হাছান আহমেদ।

সমাবেশে বক্তারা বলেন, পতিত স্বৈরাচার সরকারের দোষররা দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। এদেশের ছাত্র-জনতা শহীদদের রক্ত ঝরা মাটিতে তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

আরো পড়ুন : চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, কারণ ভিয়েতনাম

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *