চট্টগ্রাম প্রতিনিধি: ৪০টি প্রতিষ্ঠানকে নিয়ে শুরু হওয়া চাকরি মেলার শেষ দিন শনিবার। মেলায় নগরের স্নাতক পাস শিক্ষার্থীরা নিবন্ধন করে আবেদন করতে পারবেন চাকরির জন্য। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) দুই দিনব্যাপী ‘প্লেসমেন্ট ডে ‘ (চাকরি মেলা) শুরু হয়েছে আজ শুক্রবার। শনিবার মেলার শেষ দিনে আটটি প্রতিষ্ঠান প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেবে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। এবারের মেলায় মোট ৪০টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
মেলায় চাকরিপ্রত্যাশী ইডিইউর শিক্ষার্থীদের নিবন্ধন ফি দিতে হবে না। অন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক শেষ করা শিক্ষার্থীদের জন্য ৩০০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। ইউনিভার্সিটির ওয়েবসাইটে (placementday.eastdelta.edu.bd) দেওয়া লিংক থেকে চাকরির বিষয়ে বিস্তারিত জানা যাবে। জীবনবৃত্তান্ত জমার পর বাছাই করে সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের ডাকা হবে।
জানতে চাইলে মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ইশতিয়াক আজিজ বলেন, আটটি প্রতিষ্ঠান শনিবারই মৌখিক পরীক্ষা নেবে। এ ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলো তাঁদের চাহিদা অনুযায়ী প্রার্থী আহ্বান করবে। এর আগে ২০২০ সালে ২৫টি প্রতিষ্ঠান নিয়ে ইডিইউতে চাকরি মেলা হয়েছিল। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী চাকরি পেয়েছিলেন। এবারের মেলায় শতাধিক শিক্ষার্থী চাকরি পাবেন বলে প্রত্যাশা।
মেলা উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় মেলা প্রাঙ্গণে ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। কৌতুক অভিনেতা নাভিদ মাহবুবের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল নোমান, ট্রাস্টি বোর্ডের সহসভাপতি সাঈদ আল নোমান, জুনকস কনসালটিংয়ের সহপ্রতিষ্ঠাতা মতিউল ইসলাম, বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হোসেইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, শিক্ষাঙ্গনকে রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে। শিক্ষাঙ্গনের রাজনীতি এখন ব্যক্তিস্বার্থে করা হচ্ছে। এ ধরনের ব্যক্তিস্বার্থ পরাজিত করে এগিয়ে যেতে হবে। এর জন্য সাহস ও সততার দরকার
উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, চট্টগ্রামের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে কাজ করছে ইডিইউ। এ দেশের ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে।
আরো পড়ুন : গোমস্তাপুরে ফলন বৃদ্ধি ও খরচ কমাতে সমলয় পদ্ধতিতে বোরো চাষাবাদ