নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়া সদরে চোর সন্দেহে জয় ইসলাম (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লাহিড়ীপাড়ার কাজী নুরইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জয় শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। সে তার নানির সাথে আলাদাভাবে বসবাস করতো।
স্থানীয়রা জানান, গত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের বাড়িতে প্রবেশ করেন কিশোর জয়। ঘটনা টের পেয়ে মকবুল মাস্টারের দুই ছেলে মটু ও আশরাফুল তাকে ধাওয়া করে। ভয়ে সে কাঁঠাল গাছে উঠে আশ্রয় নেয়। পরে মটু ও আশরাফুল ঢিল ছুঁড়ে জয়কে গাছ থেকে নামিয়ে নিজেদের বাড়িতে নিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে তাদের চোর-চোর চিৎকারে গ্রামের মানুষ তাদের বাড়িতে আসে। সেখানে জয়কে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, জয় নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন : মির্জা ফখরুলের জামিন শুনানি পেছানোকে কেন্দ্র করে আদালতে হট্টগোল