ছয়টি গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামাসের উপ-প্রধানকে হত্যা করা হয়

আন্তর্জাতিক ক্রাইম নিউজ জনদুর্ভোগ জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি ধর্ম পুরুষ প্রচ্ছদ হ্যালোআড্ডা

হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-আরুরিকে হত্যার নতুন বিবরণ প্রকাশ করা হয়েছে।

খবর অনুসারে, তাকে হত্যায় ইসরায়েল ছয়টি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে চারটি বিস্ফোরিত হয়। এর মধ্যে দুটি ফ্লোর ধ্বংস করে সরাসরি হামাসের সভাকক্ষে আঘাত হানে।
লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, প্রতিটি ক্ষেপণাস্ত্রের ওজন ছিল ১০০ কেজি।

ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তা বলেছেন ইসরায়েলি যুদ্ধবিমানের মাধ্যমে আরুরিকে হত্যা করা হয়েছে। কোনো চালকবিহীন বিমান (ইউএভি) দিয়ে নয়।

ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলির দাহিয়া কোয়ার্টারে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া ‘গাইডেড মিসাইল’-এর আঘাতে ইসমাইল হানিয়ার ডেপুটি নিহত হয়েছেন।

এদিকে নিহত সালেহ আল-আরুরিকে বৈরুতের শাতিলা শরণার্থী শিবিরের বাইরে শহীদ কবরস্থানে সমাহিত করা হয়েছে। সেখানে লোকেরা তার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন।

আরো পড়ুন : হলফনামার তথ্যমতে নৌকার ৯৩ শতাংশ প্রার্থী কোটিপতি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *