জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ কারাগার থেকে মুক্ত না হওয়া পর্যন্ত হেলেন জেরিন খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি মাদারীপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালে ইডেন কলেজছাত্রী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছিলেন হেলেন জেরিন খান। তাছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
আরো পড়ুন : খুব শীঘ্রই রেলপথে ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা যাবে মাত্র ৪ ঘণ্টায়