জামায়াতের আমিরসহ ১২ জনের বিরুদ্ধে অপর মামলায় গ্রেফতারি পরোয়ানা

আইন-আদালত পুরুষ রাজনীতি হ্যালোআড্ডা

রিমান্ডে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানসহ ১২ জনের নামে আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী পরোয়ানা জারির এ আদেশ দেন।
উত্তরা পশ্চিম থানার নাশকতার এ মামলায় আজ সাক্ষ্য নেওয়ার দিন ধার্য ছিল। এদিন রিমান্ডে থাকা শফিকুরসহ অন্য আসামিরা সময়ের আবেদন করেন। বিচারক সেই সময় আবেদন নামঞ্জুর করে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

সিএমএম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য জানান।

২০১২ সালে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মো. শফিকুর রহমান নামে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে শফিকুর রহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাত দিনের রিমান্ডে আছেন মো. শফিকুর রহমান। এ মামলায় শফিকুরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহও গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

আরো পড়ুন : ফোর্বসের হিসাবে বিশ্বের শীর্ষ ধনী আর্নল্ট

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *