জামিন পেল ৪২ এইচএসসি পরীক্ষার্থী

আইন-আদালত জাতীয় প্রচ্ছদ লাইফ স্টাইল শিক্ষা হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত ঢাকা মহানগরের ৩৭ জনকে এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা জেলার ৫ জনকে জামিনের আদেশ দেন। শিক্ষার্থীদের জামিনের বিষয়টি নিশ্চিত করেন শিক্ষার্থীদের পক্ষের আইনজীবী মো. সাইদুল ইসলাম ও আইনজীবী মাহবুব আলম।

গতকাল দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় হওয়া মামলায় ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। তাদের জামিনের শুনানি বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা সিএমএম কোর্টে অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার (১লা আগস্ট) চলমান এইচএসসি পরীক্ষার্থী এবং গুরুতর অভিযোগ নেই এমন শিক্ষার্থীদের সরকার আইনি সহায়তা দেবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।

আরো পড়ুন : এ যেন এক নয়া দৃশ্যপট

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *