জিপিএ-৫ পাওয়া ফুচকা বিক্রেতার ফুচকা খেলেন ইউএনও

প্রচ্ছদ লাইফ স্টাইল শিক্ষা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার তাহিবুল ইসলাম এবারের এইচএসসিতে বিরামপুর চাঁদপুর ফাযিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছেন।

জিপিএ-৫ পাওয়ার সংবাদটি প্রকাশের পর বৃহস্পতিবার বিকেলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার তাহিবুলের সাথে সাক্ষাৎ করে তার দোকানে তিনি ফুচকা খান। এসময় কঠোর পরিশ্রমী মেধাবী তাহিবুলকে শুভেচ্ছা জানান ও উৎসাহ প্রদান করেন।

তাহিবুল প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত ফুটপাতে চটপটি বিক্রয় শেষ করে গভীর রাতে অধ্যয়ন শেষে এইবার এইচএসসিতে বিরামপুরের চাঁদপুর ফাযিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছেন।

তাহিবুল ইসলাম পৌর শহর পূর্ব পাড়া এলাকার দরিদ্র বাদল হোসেন এর ছেলে।

বিরামপুর মেইন রোড হানিফ কোচ কাউন্টার এর সামনে গেলেই চোখে পড়বে একটি ভ্যান গাড়িতে চটপটি বিক্রয় করছে তাহিবুল। তাহিবুলের স্বপ্ন উচ্চ শিক্ষা লাভ করে ভাল চাকুরি করা।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, ‘অর্থ সংকটে থাকলেও কোন না কোন উপায়ে পড়াশোনা করা যায়। এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। তাহিবুল এইবার এইচএসসিতে জিপিএ ৫ পাওয়ায় সকলেই খুব খুশী। তার পরবর্তী ডিগ্রি অর্জন করতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহোযোগিতা করার চেষ্টা করবো।

প্রতিনিধি

জাহিনুর ইসলাম

বিরামপুর, দিনাজপুর।

আরো পড়ুন : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাম পরিচয়হীন এক নবজাতক উদ্ধার

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *