ইউক্রেনে রুশ হামলা অব্যাহত রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন রুশ সেনারা। যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
তুরস্কের যোগাযোগ ডিরেক্টরেট এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলুর।
২৫ মার্চ দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। যুদ্ধের ময়দানের পরিস্থিতি এবং সংলাপের অগ্রগতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে।
ফোনালাপে এরদোগান জেলেনস্কিকে জানিয়েছেন, তিনি ন্যাটো সম্মেলনে ইউক্রেনের সংহতির পক্ষে কথা বলেছেন। এ বিষয়ে ন্যাটোর সক্রিয় ভূমিকা ও মূলনীতির আলোকে পদক্ষেপ আশা করেছেন এরদোগান।
মস্কোর সঙ্গে সংলাপ সফল করতে তুরস্ক তার সক্ষমতার সব ব্যবহার করে কিয়েভকে সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন এরদোগান।