জেনে নিন টি২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলার সময়সূচি

আন্তর্জাতিক খেলাধুলা প্রচ্ছদ

রাত পোহালেই আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। শুরুটা অবশ্য হবে বাছাইপর্বের লড়াই। বাংলাদেশ সময় সকাল ১০টায় শ্রীলঙ্কা বনাম নামিবিয়ার খেলা দিয়ে শুরু হবে চার-ছক্কার ক্রিকেটের বিশ্ব আসর। নির্ধারিত সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকায় বাংলাদেশকে এবার খেলতে হচ্ছে না গ্রুপ পর্ব। সরাসরি সুপার টুয়েলভে খেলবে সাকিব আল হাসানের দল।

আগামীকাল শুরু হয়ে বাছাইপর্বের লড়াই চলবে ২১ অক্টোবর পর্যন্ত। যেখানে অংশ নেবে ৮ টি দল। ২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ পর্ব, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। সুপার-১২-এ সরাসরি জায়গা পেয়েছে আটটি দল। আর বাকি চার দল সুপার-১২ তে সুযোগ পাবে প্রথম রাউন্ডে দুই গ্রুপের সেরা দুই দল হয়ে। মোট ১৬টি দেশ খেলবে এবারের বিশ্বকাপে।

অস্ট্রেলিয়ায় খেলা হলেও এবার খেলা দেখা নিয়ে বাড়তি কোন ঝামেলা পোহাতে হবে না বাংলাদেশি দর্শকদের। বাংলাদেশ সময় অনুযায়ী সবগুলো ম্যাচই মাঠে গড়াবে দিনের আলোতে। ফলে রাত জেগে থাকতে হবে না বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের।

সুপার টুয়েলভে বাংলাদেশের অধিকাংশ খেলা শুরু হবে সকালে। কেবল ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচটি শুরু হবে দুপুরে। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্ব পেরিয়ে আরও দু’টি দল যুক্ত হবে এই গ্রুপে। এ গ্রুপের রানার আপ ও বি গ্রুপের চ্যাম্পিয়নরা যোগ দেবে সাকিব আল হাসান-বিরাট কোহলিদের গ্রুপে।

আগামী ২৪ অক্টোবর হোবার্টের বেলরিভ ওভালে এ গ্রুপের রানার আপ দলের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। এরপর ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এক ঘণ্টা আগেই মাঠে নামবে সাকিবের দল, খেলাটি শুরু হবে সকাল ৯ টায়।

৩০ অক্টোবরও একই সময়ে মাঠে নামবে টাইগার বাহিনী। ব্রিসবেনের গ্যাবায় ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বি গ্রুপের এক নম্বর দল। ২ নভেম্বর ভিরাট-রোহিতদের ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।

একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ খেলবেন সাকিব-আফিফরা। আগামী ৬ নভেম্বর সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। এরপর ৯ ও ১০ নভেম্বর হবে সেমির লড়াই। এরপর ১৩ নভেম্বর মেলবোর্নের এমসিজিতে ফাইনাল দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর।

আরো পড়ুন : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *