নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ইসলামিক মিশন-ঝালকাঠী ও ইসলামিক মিশন হাসপাতাল-রাজাপুর। আজ ২২ মার্চ বুধবার দুপুর ১২ ঘটিকায় ইসলামিক মিশন-ঝালকাঠী ও ইসলামিক মিশন হাসপাতাল-রাজাপুর এর যৌথ উদ্যেগে কেক কাটা, র্যালী, আলোচনা সভা, কুরআনখানি ও মিলাদ মাহফিলের মাধ্যামে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ইসলামিক মিশন হাসপাতাল-রাজাপুর এর তত্ত্বাবধায়ক আলহাজ্জ ডা: ইলিয়াস খান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্জ মুজিবুল হক কামাল, শিল্প ও সমাজ কল্যন সম্পাদক, জেলা আওয়ামীলীগ, ঝালকাঠী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া পারভেজ চেয়ারম্যান ৪নং গালুয়া ইউনিয়ন পরিষদ ও ফাহিম হুমায়ুন, বিশিষ্ট সমাজসেবক।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা: মো: রিফাত হোসেন, ডেন্টাল সার্জন, ইসলামিক মিশন হাসপাতাল। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ডা: কামরুননাহার, আবাসিক মেডিকেল অফিসার। বক্তারা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য উপস্থাপন করেন । আলোচনা শেষে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা সহ তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-সাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
আরো পড়ুন : জেনে নিন কোন কারণে শওকত মাহমুদ বিএনপি থেকে বহিষ্কার