ঝালকাঠীর ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স পরিদর্শনে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব

জনপ্রতিনিধি জাতীয় ধর্ম প্রচ্ছদ শিক্ষা হ্যালোআড্ডা

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠী গ্রামে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়-এর অধীনে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন এক মনোরম পরিবেশে ইসলামিক মিশন হাসপাতাল অবস্থিত। গত ২৩ জানুয়ারি ২০২৪ ইং তারিখ সকাল ৯:০০ ঘটিকায় ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের সচিব মু: আ: হামিদ জমাদ্দার ও ইসলামিক ফাউন্ডেশন-এর মহাপরিচালক ড: মহা: বশিরুল আলম মহোদয় অত্র হাসপাতালে আকর্ষিক পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং আগত আউটডোর ও ইনডোর রোগীদের নিকট চিকিৎসা সেবা নিয়ে জানতে চান। আউটডোরে অপেক্ষমান ৭০ উর্ধ্ব রোগী মো: আ: জব্বার-এর নিকট হাসপাতালের চিকিৎসা সেবারমান সম্পর্কে জানতে চাইলে তিনি সেবারমান ভালবলে অভিমত প্রকাশ করেন এবং ১০ টাকার টিকিটের বিনিময় হাসপাতালে বিনামূল্যে ঔষধ বিতরনসহ সার্বিক চিকিৎসা কার্যক্রমের প্রসংশা করেন। মহিলা ওয়ার্ড পরিদর্শনকালে ভর্তিকৃত রোগী মমতাজ বেগম দীর্ঘদিন ধরে অত্র হাসপাতালে ব্রেস্ট এ্যাবসেস জনিত রোগে ভর্তি আছেন। নামমাত্র মূল্যে অত্র হাসপাতালে তাহার অপারেশন সম্পন্ন হয়েছে এবং চিকিৎসা সেবারমান নিয়ে হাসপাতালে আগত সচিব মহোদয় ও মহাপরিচালক মহোদয়ের নিকট সন্তেষ্ট প্রকাশ করেন।

সর্বপরি সকাল ৯:৩০ মিনিটে সচিব মহোদয় ও মহাপরিচালক মহোদয় হাসপাতালের সভাকক্ষে সকল কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয় মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: ইলিয়াস খান জানান হাসপাতালের কার্যক্রম পরিচালনায় জনবলের সংকট রয়েছে এবং শূণ্য পতে দ্রুত জনবল পদায়নের জন্য সচিব মহোদয় ও মহাপরিচালক মহোদয়ের নিকট সবিনয় অনুরোধ করেন। আরো উল্লেখ করেন যে, হাসপাতাল কার্যক্রমের পরিধি উত্তারোত্তর বৃদ্ধির লক্ষ্যে হাসপাতাল ভবনটি ৩ তলা থেকে ৮ তলায় বর্ধিত করন অতীব জরুরী । প্রেক্ষিতে উপরোক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য সম্মানীত পরিদর্শক মহোদয়গন তত্ত্বাবধায়ক ডা: ইলিয়াস খানকে আশ্বস্থ করেন এবং হাসপাতালের চিকিৎসা সেবারমান আরো উত্তারোত্তর বৃদ্ধি করনের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ঝালকাঠী ,ইসলামিক মিশন বিভাগের পরিচালক ও উপপরিচালক, ডা: বদরুল আহসান মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজাপুর ও অন্যান্য সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকতাগণ।

আরো পড়ুন : ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখান করল হামাস

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *