টাঙ্গাইলে ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার ম্যুরাল

আইন-আদালত ক্রাইম নিউজ জাতীয় প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে ভেকু দিয়ে ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ম্যুরালের দুই পাশেই ভাঙা হয়েছিল। সোমবার রাত তা পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর ম্যুরাল ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবি সংবলিত ম্যুরাল ছিল। হঠাৎ করেই একটি ভেকু পৌরে উদ্যানের ভেতরে প্রবেশ করে। পরে মুক্ত মঞ্চের পাশে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেয়। বঙ্গবন্ধুর ম্যুরাল ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবি-সংবলিত ম্যুরাল ছিল।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাই এ বিষয়ে কোনো কিছু বলতে পারছি না। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের চা দোকানদার মো. লিয়াকত হোসেন বলেন, রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মধ্যে ভেকু ড্রাইভার সঙ্গে একজন হেলপার নিয়ে এসে এ ম্যুরাল কে বা কারা ভেঙে ফেলে। এদেরকে আমি চিনতে পারিনি।

টাঙ্গাইল পৌরসভার প্রশাসক (উপসচিব) শিহাব রায়হান আমাদের সময়কে মোবাইলে বলেন, বিষয়টি আমি শুনেছি। আসলে কে বা কারা এটি করেছে, বিষয়টি আমি অবগত নই।

আরো পড়ুন : যারা মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবকে ধারণ করবে তাদের নিয়েই পথ চলবে বিএনপি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *