ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে !

আইন-আদালত আন্তর্জাতিক জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত হ্যালোআড্ডা

ক্ষমতা গ্রহণের প্রথমদিনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিতে পারেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কোভিড-এর জন্য চীনকে জবাবদিহি করতে ব্যর্থতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তিনি বেইজিংয়ের হাতের পুতুল বলে অভিহিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, এ বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এমন একজন বিশেষজ্ঞ তথ্য দিয়েছেন। তাতে বলা হয়েছে, ট্রাম্পের অন্তর্বর্তী টিম পরিকল্পনা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অবিলম্বে যুক্তরাষ্ট্রকে বের করে আনতে। জর্জটাউন ইউনিভার্সিটির বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক প্রফেসর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলাবোরেটিং সেন্টার অন ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল হেলথ ল-এর পরিচালক লরেন্স গোস্টিন বলেন, তিনি হয়তো প্রথম দিনেই এটা করে বসতে পারেন। দু’জন বিশেষজ্ঞকে উদ্ধৃত করে ফিন্যান্সিয়াল টাইমস প্রথম এই পরিকল্পনা সম্পর্কে রিপোর্ট প্রকাশ করে।

আরো পড়ুন : বিমানবন্দর থেকে ফেরত বিজিবি’র সাবেক ডিজি মইনুলক

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *