শেয়ারবাজারে লেনদেন বেড়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৬৯ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসইর এ লেনদেন প্রায় ৩ মাসের মধ্যে সর্বোচ্চ।
চলতি বছরের ২০ সেপ্টেম্বর ডিএসইতে ৮৫৫ কোটি টাকা লেনদেন হয়েছিল। তবে বুধবার ডিএসইতে ৯৫টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে মূল্যসূচক কমেছে ১ পয়েন্ট। খাতভিত্তিক বিবেচনায় এদিন বিমা খাতের শেয়ারের দাম বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে- ডিএসইতে বুধবার ৩৪৩টি কোম্পানির ২৫ কোটি ৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে; যার মোট মূল্য ৭৬৯ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৮১টি কোম্পানির শেয়ারের, কমেছে ৯৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৬ হাজার ২৬২ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ৫ দশমিক ২৩ পয়েন্ট কমে ২ হাজার ১০৫ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৭০ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৭ লাখ ৭৪ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
শীর্ষ দশ কোম্পানি: বুধবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- অলিম্পিক এক্সেসোরিজ, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, প্যাসিফিক ডেনিমস, এসকে ট্রিমস, ফু-ওয়াং ফুড, ফু-ওয়াং সিরামিক, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং সী পার্ল বীচ।
ডিএসইতে বুধবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- ইউনিয়ন ক্যাপিটাল, আনলিমা ইয়ার্ন, খান ব্রাদার্স পিপি, অলিম্পিক এক্সেসোরিজ, মেঘনা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, ইসলামি ইন্স্যুরেন্স, সোনারগাঁ টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং মাইডাস ফাইন্যান্স।
অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, বিডি থাই অ্যালুমিনিয়াম, স্ট্যান্ডার্ড সিরামিক, জিকিউ বলপেন, সী পার্ল বীচ, এসকে ট্রিমস, ফু-ওয়াং সিরামিক এবং এডিএন টেলিকম।
আরো পড়ুন : নওগাঁয় বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১