নিজস্ব প্রতিবেদক : সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২০ জন, মারা গেছেন আটজন। এ বছর ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬০৬ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৯ জন, ঢাকার বাইরের হাসপাতালে ৭০১ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩ হাজার ৪৯৩ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৮৭ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ১ লাখ ৭ হাজার ২৯৮ আর বাইরের হাসপাতালে ২ লাখ ১ হাজার ৭৮৯ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। কিন্তু এখনো ঘটছে ডেঙ্গুতে মৃত্যু।
আরো পড়ুন : তারল্য সংকটে শেয়ারবাজারে লেনদেন এখন তলানিতে