ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসে আগুন, পুড়ল টোল প্লাজার বুথও

অর্থনীতি ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ ভ্রমণ হ্যালোআড্ডা

মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনায় ওই বাস ও টোল প্লাজার টাকা আদায়ের একটি বুথ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা (টিম লিডার) রফিকুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চত করেছেন। দুর্ঘটনাকবলিত ওই বাস বসুমতি পরিবহনের। বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে মাদারীপুরের দিকে যাচ্ছিল। এ সময় তিন যাত্রী আহত হয়েছেন।

ফয়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম বলেন, বসুমতি পরিবহনের ওই বাস যাত্রীসহ রাজধানী ঢাকা থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ টোল প্লাজার কাছে পৌঁছালে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে যাত্রীরা নেমে যান। সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রফিকুল ইসলাম আরও বলেন, ওই বাসসহ টোল প্লাজার ৬ নম্বর বুথ ক্ষতিগ্রস্ত হয়। বাসের আসন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। বাসে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। দুর্ঘটনার পর যাত্রীদের অন্য একটি গাড়িতে তুলে দেওয়া হয়েছে।

আরো পড়ুন : নানার মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত পরীমনি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *