উড়ে যাবে পাখি, ছেড়ে যাবে ঘর
পুড়ে যাবে পোড়া মন।
তবু এ বাঁধন, থাকে যতক্ষণ
আশায় ভাসায় তরি।
এক মনে আজ, দু’মনের বাস
কারে ছাড়ি, কারে ধরি।
খুঁড়ে দেখি বুকে-
জুড়ে সুখে দুখে-
দু’টি প্রাণ কথা কয়।
মুড়ে রাখি প্রেমে
যদি যায় থেমে-
খুনসুটি পরাজয়।
কত মন পোড়ে, কত গোপনে
ক’জনে রাখে খোঁজ।
সাদা কালো চোখে কত জল ঝরে
কত মন ভাঙ্গে রোজ।
কেউ নিজে পুড়ে, অন্যরে পোড়ায়
কেউ নিজে পেয়ে ব্যথা, অন্যরে কাঁদায়।
এও এক প্রেম, এও এক মায়া-
সমুখে যে মুখ, তাতে কার ছায়া?
কেউ দুখে হাসে, কেউ সুখে কাঁদে
পেয়ে কুল কেউ-
তবু জলে ভাসে-
গোপন প্রেমের ফাঁদে।
প্রশ্ন যত, উত্তর তত
তবু মান অভিমান।
স্মৃতি কত, দেয় ক্ষত
তবু তার পিছু টান।
আরো পড়ুন : তিন ফসলি জমিতে কোনো স্থাপনা নয়, ৬০ বিঘার বেশি জমির মালিক নয়