তাপমাত্রা ৪৯ ডিগ্রি ছাড়াল সংযুক্ত আরব আমিরাতে

আন্তর্জাতিক জনদুর্ভোগ প্রচ্ছদ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

সংযুক্ত আরব আমিরাতে বইছে তীব্র তাপপ্রবাহ। এই সময়ে দেশটিতে দুপুরের সময় সূর্যের নিচে হাঁটা খুবই কঠিন। শনিবার আমিরাতের তাপমাত্রা পৌঁছায় ৫০ ডিগ্রির কাছাকাছি। খবর খালিজ টাইমসের।

সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) শনিবার আবু ধাবির আল ধাফরা অঞ্চলের হামিম এলাকায় বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে ৪৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। এটি ছিল চলতি বছরে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা।

এনসিএমএর তথ্য অনুযায়ী, এদিন আবুধাবি ও মেজাইরাতে ৪৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দুবাইতে একই দিনে সবচেয়ে উষ্ণ তাপমাত্রা ছিল মারঘামে ৪৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে গ্রীষ্ম ঋতুতে ৪৯ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা দেশটিতে সর্বোচ্চ নয়। এর আগে ২০২১ সালে তাপমাত্রা ৫১ ডিগ্রি ছাড়িয়ে যায়।

আরো পড়ুন : সড়ক দুর্ঘটনায় পর্তুগালে দুই বাংলাদেশি নিহত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *