তুরস্কে ভূমিকম্পের ২১২ ঘণ্টা পর ৭৭ বছর বয়সী ফাতমাকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক জনদুর্ভোগ প্রচ্ছদ হ্যালোআড্ডা

তুরস্কের ভূমিকম্পবিধ্বস্ত একটি এলাকার ধ্বংসস্তূপ থেকে গতকাল মঙ্গলবার গভীর রাতে ৭৭ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের

উদ্ধার হওয়া নারীর নাম ফাতমা গুঙ্গর। তাঁকে তুরস্কের আদিয়ামান শহরের একটি সাততলা অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় গণমাধ্যম বলছে, ভূমিকম্পের প্রায় ২১২ ঘণ্টা পর ফাতমাকে উদ্ধার করা হলো।

আরো পড়ুন : ৪১ হাজার ছাড়িয়ে গেছে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটিতে প্রচারিত ফুটেজে দেখা যায়, উদ্ধার হওয়া এই নারীর মুখে একটি অক্সিজেন মাস্ক পরানো রয়েছে। তাঁকে একটি কম্বল দিয়ে আবৃত করে রাখা হয়েছে। স্ট্রেচারে করে তাঁকে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ফাতমাকে উদ্ধারের পর তাঁর স্বজনেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা উদ্ধারকারী দলকে জড়িয়ে ধরেন।

আরো পড়ুন : তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে

গতকাল তুরস্কের ভূমিকম্পবিধ্বস্ত বিভিন্ন এলাকার ধ্বংসস্তূপ থেকে আরও নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানায় রয়টার্স।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি জানায়, ভূমিকম্পের প্রায় ২০৯ ঘণ্টা পর দেশটির হাতায়ে এলাকার ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও তাঁর মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভূমিকম্পের ২০৭ ঘণ্টা পর তুরস্কের আদিয়ামানের ধ্বংসস্তূপ থেকে রমাজান ইউসেল (৪৫) নামের একজনকে জীবিত উদ্ধার করা হয়।

আরো পড়ুন : বেঁচে থাকার আঁকুতি শুনতে তুরস্ক-সিরিয়ায় ধ্বংসস্তূপের পাশে কান পেতে আছে স্বজনরা

ভূমিকম্পের প্রায় ২০০ ঘণ্টা পর তুরস্কের কাহরামানমারাস প্রদেশের একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে দুই ভাইকে জীবিত উদ্ধার করা হয়। তুরস্কের রাষ্ট্রীয় আনাদোলু নিউজ এজেন্সি জানায়, এই দুই ভাইয়ের নাম মুহাম্মদ এনেস ইয়েনিনার (১৭) ও বাকি ইয়েনিনার (২১)। উদ্ধারের পর তাঁদের দুজনকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।

আরো পড়ুন : পাঁচ সন্তান হারিয়ে ভূমিকম্পে ধসে যাওয়া ভবনের পাশে সিরীয় বাবার আকুতি

ভূমিকম্পের প্রায় ১৯৮ ঘণ্টা পর তুরস্কের আদিয়ামানের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মোহাম্মদ ক্যাফার নামের ১৮ বছর বয়সী এক যুবককে উদ্ধার করা হয়। সিএনএন তুর্ক এ তথ্য জানিয়েছে।

সম্প্রচারমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, ক্যাফারকে একটি স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তাঁর মুখে একটি অক্সিজেন মাস্ক লাগানো। ক্যাফারকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাঁকে তাঁর আঙুল নাড়াতে দেখা যায়।

আরো পড়ুন : তুরস্ক ও সিরিয়ায় ত্রাণ দিতে রাজনৈতিক কৌশল বিবেচনা করছে পশ্চিমা বিশ্ব

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। শুধু তুরস্কেই নিহত হয়েছেন ৩৫ হাজার ৪১৮ জন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নিহত হয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি।

আরো পড়ুন : প্রচলিত প্রথা অনুসারে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করেছি, নিয়োগ নয়: সিইসি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *