দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ মহড়া থামাতে বলল পিয়ংইয়ং

আন্তর্জাতিক প্রচ্ছদ মুক্তমত

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ মহড়া থামাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। এই মহড়া অনুষ্ঠিত হলে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যাবে বলে হুশিয়ার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণায়।

রোববার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়োং বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে অবিলম্বে তাদের যৌথ সামরিক মহড়া ও উস্কানিমূলক তৎপরতা বন্ধ করতে বাধ্য করা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত। কিন্তু দুঃখজনক হলো- সম্পূর্ণ আগ্রাসী ধরনের এই যৌথ সামরিক মহড়া বন্ধ করতে জাতিসংঘ কোনো উদ্যোগ গ্রহণ করছে না।

এর একদিন আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে কোরীয় উপদ্বীপে বিশাল সামরিক মহড়া চালানোর ঘোষণা দেওয়া হয়। আগামী ১৩ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। এর আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এটি হবে দুই দেশের মধ্যে এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় মহড়া।

এর আগে গত মাসেও যৌথ বিমান মহড়া চালিয়েছে দুই ঘনিষ্ঠ মিত্র। ওই মহড়ায় দক্ষিণ কোরিয়ার এফ-৩৫ ও এফ-১৫ এবং মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান অংশ নেয়। আর এসব যুদ্ধবিমানকে স্কর্ট দেয় যুক্তরাষ্ট্রের বি-১বি বোমারু বিমান।

আরো রপড়ুন : আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী তাদের পাওনা চায় স্বল্পোন্নত দেশগুলো : প্রধানমন্ত্রী

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *