দিনাজপুরে লাত্থিমেরে অন্তসত্বা গৃহবধু’র গর্ভপাত ঘটালো স্বামী

আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় নারী নারী নির্যাতন পুরুষ প্রচ্ছদ শিশু অধিকার শিশু/কিশোর স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকেঃ দিনাজপুরের বীরগঞ্জে ৬ মাসের অন্তসত্বা গৃহবধু রিতু আক্তারকেলাত্থি মেরে গর্ভপাত ঘটিয়েছে, স্বামী আল আমিন।
ঘটনাটি ঘটেছে, বীরগঞ্জ উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার উত্তরে শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর এলাকায়।ওই এলাকার সিদ্দিক হোসেনের ছেলে আল আমিন গত শনিবার সকাল ১০টায় পারিবারিক ঝগরার এক পর্যায় রিতু আক্তারের লাত্থি মারে। এতে তার স্বামীর বাড়ীতেই গর্ভপাতের ঘটনা ঘটে রিতু আক্তারের। মিতু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরেএবং পর্যাপ্ত রক্তক্ষরন হতে থাকে। নিরুপায় প্রতিবেশীরা নাভিদেশে কাপড়শিপি দিয়ে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার বেগতি দেখে স্বামী আলঅমিন বাড়ী থেকে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে বাবা উপজেলার শালবাড়ী ডাবরা গ্রামের রহমত আলী ওপ্রত্যক্ষদর্শিপ্রতিবেশী শাহ জালাল ্এবংআব্দুর রশিদের স্ত্রী জুলেখা বেগমগ্রামবাসির সহযোগিতায় গুরুতর আহত ও মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে মাইক্রোবাস যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শালবাড়ী ডাবরা গ্রামের রহমত আলীর মেয়ে আহতরিতু আক্তার হাসপাতাল বেডে জানান, দুই বছর আগে তাদের আনুষ্ঠানিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর কিছ ুদিন ভালই চলে এক বছর আগে থেকে প্রতিরেশী হোসেন আলীর কুপরামর্শে স্বামী, শশুর, শাশুরী, দেবর, ননদসহ সকলে৩লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল অন্যথায় তালাকের হুমকিসহ বিভিন্ন ভাবে নির্যাতন ও অত্যাচার করা হয়।
তালাকের হুমকির সংবাদ জানতে পেরে বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ীতে ছুটে আসে রিতু আক্তার। উল্লেখিত ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। শিবরামপুর ইউপি চেলারম্যান কাত্তিক চন্দ্র রায় জানান, বিষয়টি শুনেছি তবে কোন অভিযোগ পাইনি।

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে।
১৪/০৩/২০২২

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *