শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে:দিনাজপুরে ‘বিশ্বস্ততা ও বিশুদ্ধতার প্রতীক ‘শাহী অনলাইন পণ্যে’র সহায়তায় উপহার স্বরূপ শাতীর্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস অফিসে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু।
দৈনিক নওরোজ পত্রিকার জেলা ব্যুরো প্রধান আবু আহমেদ বাব্বার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে চ্যানেল আইন এর স্টাফ রিপোর্টার ও শাহী অনলাইন পণ্যের স্বত্ত্বাধিকারী শাহ আলম শাহী বলেন, আমরা শীতার্ত মানুষের জন্য উপহার হিসেবে এই কম্বল বিতরণ করছি। এটা কোন দান বা সাহায্য নয়। উপহার হিসেবে আপনারা গ্রহণ করবেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আল মনসুর সরকার, সাবেক ইউপি সদস্য মোঃ আজাহার আলী, সাংবাদিক কাশী কুমার দাস, মোঃ মিজানুর রহমান (ডোফুরা), শেখ রিপন ও জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ রুবেল ইসলাম। প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু শীতার্ত মানুষের মাঝে কম্বল উপহার হিসেবে তুলে দেন।
বলেছেন, অসহয় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে মানবতার পরম ধর্ম। নৈতিক প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন,দায়িত্ববোধের কারণেই আমাদের সহযোগিতা করা উচিত। প্রচন্ড শীতে সাধারন মানুষ দিশেহারা। শাহী অনলাইন পণ্যের সহায়তায় কম্বল বিতরণ করাই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকেই শীতার্ত মানুষের কল্যাণে কিছু করি।
অনুষ্ঠানে শতাধিক শীতার্ত মানুষকে কম্বল উপহার দেয়,’শাহী অনলাইন পণ্য।’
শাহ্ আলম শাহী
দিনাজপুর।
আরো পড়ুন : ৮ জানুয়ারি ২০২৩, রবিবার চ্যানেল আই এর অনুষ্ঠান সূচি