নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দুর্নীতি বলে মনে করেন দুই-তৃতীয়াংশ ব্যবসায়ী। সব ধরনের সেবা প্রাপ্তিতে বৈষম্যও রয়েছে। এছাড়াও সরকারি প্রতিষ্ঠানের অদক্ষতাকেও দায়ী করেছেন ব্যবসায়ীরা। বলেছেন আগামী দুই বছর ব্যবসার জন্য বড় চ্যালেঞ্জ জ্বালানি সরবরাহ।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জরিপে উঠে এসেছে সব তথ্য।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
বাংলাদেশে ব্যবসায় পরিবেশ-২০২৩: উদ্যোক্তা জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, গত ৬ বছরে ঘুষ পরিস্থিতির কোন পরিবর্তন দেখেননি ব্যবসায়ীরা। অর্থাৎ ঘুষ কমে নাই। পাবলিক কন্টাক্ট, ট্যাক্স পেমেন্ট, আমদানি-রপ্তানি ও বিচার ব্যবস্থায় ঘুষ দিতে হয়েছে। দেশের ট্যাক্স কাঠামো পরিবেশবান্ধব নয় বলে মনে করেন ব্যবসায়ীরা।
গোলাম মোয়াজ্জেম বলেন, অর্থ পাচার একটা ব্যাপক স্তরে রয়েছে। অর্থ পাচার ঠেকানো বড় চ্যালেঞ্জ। ৬০ শতাংশ ব্যবসায়ী মনে করেন এখনও ২৩ % কর ফাকি হচ্ছে।
সকল ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে ভারতের আধার কার্ডের মত কার্ডের মাধ্যমে সমন্বিত লেনদেন ব্যবস্থা চালু করা যেতে পারে বলে মনে করেন খন্দকার গোলাম মোয়াজ্জেম।
আরো পড়ুন : দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি : পিটার হাস